করোনা আতঙ্কে অমানবিকতা ! ৬০ নম্বর জাতীয় সড়কে পড়ে রইলেন ব‍্যক্তি : উদ্ধারে পুলিশ

3rd August 2020 1:04 pm বাঁকুড়া
করোনা আতঙ্কে অমানবিকতা ! ৬০ নম্বর জাতীয় সড়কে পড়ে রইলেন ব‍্যক্তি : উদ্ধারে পুলিশ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  অমানবিকতার চূড়ান্ত নজিরের সাক্ষী থাকলো রাঙ্গামাটির জেলা বাঁকুড়া। বিষ্ণুপুর-মেদিনীপুর এন.এইচ-৬০-র উপর সোমবার তপ্ত রোদের মধ্যে  বিষ্ণুপুর থানা এলাকার মড়ার গ্রাম পঞ্চায়েত দু'নম্বর ক্যাম্পের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঘন্টা খানেক অচৈতন্য অবস্থায় পড়ে থাকলেন। পথ চলতি অসংখ্য সাধারণ মানুষ থেকে গাড়ির চালক তাকে সাহায্যে এগিয়ে এলেননা কেউই। পরে বিষ্ণুপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। বিষ্ণুপুর থানার পুলিশ বারংবার স্থানীয় বাসিন্দাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য অনুরোধ করলেও স্থানীয় বাসিন্দারা কেউই সাহায্য করলেন না । পরে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে স্থানীয় বাসিন্দাদের কি কারণে সাহায্যে এগিয়ে এলেন না জিজ্ঞাসা করলে তারা কোনো সদুত্তর দিলেন না ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।